RUMI-TOX রুমি-টক্স

উপাদানঃ প্রতি ১২৫ গ্রাম এ রয়েছে

ক্যালসিয়াম প্রোপায়োনেট ৬৩ গ্রাম

সিলিকাম অক্সাইড ১.৬ গ্রাম

জেনশিয়ান রডিক্স ১০ মি.গ্রাম

ডিএল মেথিওনিন ৫ মি.গ্রাম

কোবাল্ট কার্বনেট ৪০ মি.গ্রাম

পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড ৪০ মি.গ্রাম

ডেক্সট্রোজ কিউ.এস

ব্যবহারক্ষেত্রঃ

গবাদিপ্রাণীর বদহজম, পেট ফাঁপা, বিষক্রিয়া (অতিরিক্ত সাইলেজ, ইউরিয়া), হাইপোগ্লাইসেমিয়া (এসিডোসিস, কিটোসিস, প্রেগনেন্সি টক্সেমিয়া), রুমেনের গতি পরিবর্তন, খাদ্যের পরিবর্তন ইত্যাদির কারনে সৃষ্ট সমস্যা সমাধানে কার্যকর।

মাত্রা ও প্রয়োগবিধিঃ

১০০ কেজি ওজনের উপরে : সকালে ১ প্যাকেট ও বিকালে ১ প্যাকেট সম পরিমাণ কুসুম গরম পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে।

কম ওজনের: সকালে ১/২ প্যাকেট ও বিকালে ১/২ প্যাকেট খাওয়াতে হবে।

সরবরাহঃ ১২৫ গ্রাম x ৩ প্যাকেট।

Country of origin: India